চট্টগ্রামের কর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় মো. হারুন (৩২) নামে এক চেয়ারম্যান পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে উপজেলার জুলধা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারুন উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. রফিক আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, চেক প্রতারণা মামলায় হারুনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।