কর্ণফুলীতে চুলার আগুনে পুড়ে ছাই ৪ পরিবারের বসতঘর

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৯:০৭ অপরাহ্ণ

কর্ণফুলীর শিকলবাহায় চুলার আগুনে ৪টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
 
আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নে (৭নম্বর ওয়ার্ড) মালুম মাঝির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. রফিক।
 
এ ঘটনায় ওই এলাকার মো. মনছুর, মো. সাইফুদ্দীন, মো. হারুণ ও মোহাম্মদ ফারুকের পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফার্নিচার, ফ্রিজ, টিভিসহ সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান।

এতে ২০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। বিশেষ করে মনছুরের পরিবার বেশি ক্ষতিগ্রস্ত।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭ টার দিকে ঘর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। এরপর দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই সব পুড়ে শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ইসমাইল হোসেন বলেন, ‘সম্ভবত পিঠা পুড়তে গিয়ে চুলা থেকে আগুনের সুত্রপাত হয় বলে স্থানীয় ইউপি সদস্য রফিক ও লোকজন জানিয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে এক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ভ্যানগাড়ি উল্টে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনের কাছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ