কর্ণফুলীতে একটি চুরি করা সিএনজি টেক্সি উদ্ধার করে মো. সাকিব (২৫) নামে এক যুবককে গ্রামবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শিকলবাহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজী আব্দুল জলিলের বাড়ির সামনে তাকে ধরা হয়।
জানা যায়, সোমবার রাতে শফির গ্যারেজের সামনে থেকে মো. জাফরের সিএনজি টেক্সিটি চুরি হয়। রাতভর খোঁজাখুঁজি করার পর মঙ্গলবার সকালে একটি সন্দেহজনক সিএনজি দেখে স্থানীয়রা সাকিবকে জিজ্ঞাসাবাদ করেন। গাড়ির মালিক আসল সিএনজি শনাক্ত করলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয়রা জানান, সামপ্রতিক সময়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়ির মালিক থানায় মামলা দায়ের করেছেন এবং আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











