সুবিধা বঞ্চিত গার্মেন্টস কর্মীদের শিশুদের সুরক্ষায় কর্ণফুলীতে চালু হলো ৩০ আসনের ‘ডে-কেয়ার সেন্টার’। চরপাথরঘাটায় ছয় বছর পর্যন্ত শিশুদের জন্য গত সোমবার ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব। জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলার চরপাথরঘাটা মাদ্রাসা পাড়ার রিহান ভবনে প্রতিষ্ঠিত ডে কেয়ার সেন্টারে পোশাক শ্রমিকের পাশাপাশি শ্রমজীবী নারীদের সন্তানকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ যত্নে রাখা হবে। এজন্য মাসিক দুইশত টাকা ফি রাখা হবে। বাচ্চাদের জন্য প্রতিদিন ফ্রি সকাল-বিকাল নাস্তা, দুপুরে ভাত ও পাঠদানের ব্যবস্থা থাকবে। কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগমের সঞ্চালনায় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এম এন সাফা, খালেদা আক্তার চৌধুরী, সঞ্চিতা বড়ুয়া, শাহানা পারভীন, দিলুয়ারা কায়েস, নুরীমন, নিলুফার জাহান ও মোমেনা আক্তার প্রমুখ। শেষে অতিথিবৃন্দ কেক কেটে শেখ রাসেলের জম্মবার্ষিকী উদযাপন করেন।