কর্ণফুলীতে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৭:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাঁদা না দেওয়ায় সেলিম (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইছানগর এলাকায় এই ঘটনা ঘটে।

পরদিন রবিবার (২৫ মে) আহত সেলিমের ছোট ভাই ইব্রাহীম (৩৫) বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-৩৮)। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহার অনুযায়ী, আসামিরা হলেন—ইছানগর এলাকার জাবের আহমদের ছেলে মো. হেলাল (২৫), মো. জামাল উদ্দিন (৩০), আবুল কালামের ছেলে মো. বেলাল হোসেন এবং চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ড ধোপপুল এলাকার শেখ আহমদের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন (২৮)।

ভুক্তভোগী ও বাদী—দুজনেই বালু, ইট, সিমেন্টের ব্যবসা করেন। তাদের ‘বিছমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানটি ইছানগর এলাকার এস.আলম সুগার মিলের পাশে অবস্থিত। অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।

ঘটনার দিন অভিযুক্তরা লোহার রড, টিপছোরা ও কিরিচ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে এসে প্রতি ফুট বালুর জন্য ৫০ পয়সা হারে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা প্রথমে গালিগালাজ করে, এরপর বালু সরবরাহের পাইপ কেটে দেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সেলিমকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

শোরচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা চাঁদা না দিলে প্রাণে মারার হুমকি দিয়ে পালিয়ে যায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে।”

পূর্ববর্তী নিবন্ধমুজিববাদী সংবিধান চাই না, ন্যায্যতার বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ
পরবর্তী নিবন্ধসিএমপির দুই থানার ওসি পদে রদবদল