কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে চরলক্ষ্যা ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ নূর হ্যালী। টুর্নামেন্ট উদ্বোধন করেন শেরউন উইলসন। এনামুল হক রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চরলক্ষ্যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ নুরুল আমিন, সদস্য মো. লোকমান হাকিম,সদস্য বাহার হোসেন খান, টেকনিক্যাল ডিরেক্টর কালারপুল ক্রীড়া সংস্থার মো. ফরহাদ, চরলক্ষ্যা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক ফরহাদ জিতু, স্টুডেন্ট কেয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোরশেদ,খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ হেলাল আহমেদ এবং সদস্য সচিব সোহেল রানা। টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকার দল অংশ নিচ্ছে।











