চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে আবদুল হামিদ (৬২) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ১১টার সময় বন্দর কান্তির হাটের পাশে খলিফা পাড়া এলাকা থেকে পুলিশ ঘরের দরজা ভেঙে তার লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে। তিনি পেশায় ঠিকাদার ছিলেন। পুলিশ জানায়, গত একদিন যাবত আবদুল হামিদের কোনো সাড়া শব্দ না পেয়ে কর্ণফুলী থানায় বৃদ্ধের নিখোঁজের সংবাদটি জানান বিল্ডিংয়ের মালিক। পরে পুলিশ এসে তার ঘরের দরজা ভেঙে খাটে শুয়ে থাকা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্ণফুলী থানার (ওসি) দুলাল মাহামুদ আজাদীকে বলেন, নিহত আবদুল হামিদের স্ত্রী দুই দিন আগে নিজ বাড়ি চাপাইনবাবগঞ্জ গেলে ঘরে তিনি একা ছিলেন। ঘুমন্ত অবস্থায় আবদুল হামিদের লাশ দেখে একদিন আগে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সিঙ্গাপুরে দেয়ালচাপায় বাংলাদেশি শ্রমিক নিহত
সিঙ্গাপুরে কাজ করার সময় দেয়ালচাপায় ৪১ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত ১০ জুন তিনি দেয়াল চাপায় মারা যান। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্থানীয় দৈনিক দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বাংলানিউজের। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরপরই তাকে দেয়ালের নিচ থেকে উদ্ধার করেন সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের উদ্ধারকারীরা। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বলেছে, ঘটনার দিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে তাই হোয়ান হাইটসের দুর্ঘটনার ব্যাপারে তাদের জানানো হয়। এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে সিঙ্গাপুরের ওয়ার্কপ্লেস সেইফটি অ্যান্ড হেলথ (ডব্লিউএসএইচ) কাউন্সিল। এ নিয়ে এক প্রশ্নের জবাবে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সাধারণ নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে যেকোনো নির্মাণ কাজের শুরুতে নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা উচিত। এ দুর্ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রণালয়। চলতি বছরের এখন পর্যন্ত সিঙ্গাপুরে এ ধরনের ২৬টি দুর্ঘটনা ঘটেছে। যা ২০১৬ সালের পর একই সময়ে সর্বোচ্চ।