রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ইমন দাশ (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের তালতলা কর্ণফুলী ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইমন শিলক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া গ্রামের রতন দাশের ছেলে এবং পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, দুপুরে কয়েকজন বন্ধুদের সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে ইমন। গোসল করার এক পর্যায়ে সে পানির স্রোতে তলিয়ে যায়। পরে আমাদের খবর দেয়া হলেও ডুবুরি দল না থাকায় চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানালে তারা উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।












