কর্ণফুলীতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুল ফেরদৌস (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

গতকাল রোববার সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জান্নাতুল ফেরদৌস সাতকানিয়া উপজেলার আবদুল হাকিম জিসানের স্ত্রী। তারা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো।

ঘটনার বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে চা-নাস্তা করার পর বাসায় একা ছিলেন জান্নাতুল। কিছুক্ষণ পর স্বামী বাসায় ফিরে দেখেন, তিনি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, ৩ শিক্ষক কারাগারে