চট্টগ্রামের কর্ণফুলীতে গোয়ালঘর থেকে গরু লুটের পর এক যুবককে বেঁধে রেখে তাঁর মোটরসাইকেল এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বুধকার (৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে উপজেলার বড়উঠান ৯ নম্বর ওয়ার্ডের ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত দেড়টার দিকে ডাকপাড়া এলাকায় একদল ডাকাত পিকআপ নিয়ে হানা দেয়। তারা প্রথমে ওই এলাকার এমরানের গোয়ালঘরে ঢুকে। এ সময় মোস্তাফিজুর রহমান (৪০) নামে এক যুবক বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ডাকাতরা তাকে আটকে হাত-পা ও মুখ বেঁধে মোটরসাইকেল এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ডাকাতরা মোস্তাফিজুরকে নির্জন জায়গায় ফেলে রেখে এমরানের গোয়ালঘর থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু লুট করে নিয়ে যান।
মোস্তাফিজুর রহমান বলেন, আমি আত্মীয়ের বাড়িতে পরিবারসহ বেড়াতে এসেছি। রাতে স্থানীয় চাতরী চৌমুহনী বাজারে গিয়েছিলাম। ফেরার পথে ডাকাতরা আমাকে আক্রমণ করে। তাদের একজনের হাতে পিস্তল এবং বাকিদের কাছে চাপাতি ছিল। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
গরুর মালিক এমরান বলেন, আমার গোয়ালঘরে পাঁচটি গরু ছিল। তারা সবচেয়ে বড় গরুটি নিয়ে গেছে। বাকি গরুগুলো নেওয়ার চেষ্টা করলেও সম্ভব হয়নি।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) শাফিউল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্থানীয় খামারিরা তাদের গরুর নিরাপত্তা নিয়ে শঙ্কিত।