কর্ণফুলীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ল তিন ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিন ভাইয়ের চা ও মুদির তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর মাজারের পাশে রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে সেমিপাকা দুইটি চা দোকান ও একটি মুদি দোকান ভস্মিভূত হয়।
খবর পেয়ে কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটস্থালে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মোঃ হাসান, আলী আকবর ও মোঃ সোহেলের দুইটি চা-দোকান ও একটি মুদি দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ লক্ষ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে জানিয়ে কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সোয়াইব হোসেন মুন্সি দৈনিক আজাদীকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার কর্মীরা একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।