কর্ণফুলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

অভিযুক্ত ব্যাটারি রিকশার চালকের বিরুদ্ধে মামলা

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুর ২টার দিকে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নে এ ঘটনা ঘটে। রাতেই ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যাটারি রিকশার চালক মো. নাছিরের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুপুরে ভিকটিম কিশোরীসহ কয়েকজন মেয়ে একটি কলোনির সামনে খেলছিল। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. নাছির (৪০) তাদের রিকশায় চড়ার প্রলোভন দেখায়। দুজন মেয়েকে রিকশায় তুলে নিয়ে সে দ্রুত কলোনির বাইরে চলে যাওয়ার চেষ্টা করে। পথে একজন লাফ দিয়ে নেমে গেলেও ভিকটিম কিশোরী নামতে পারেনি। নাছির তাকে একটি নির্জন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার দিন সারাদিন প্রবল বৃষ্টি থাকায় বিষয়টি পরে জানাজানি হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার দিন রাতেই অভিযুক্ত ব্যাটারিচালিত রিকশার চালক নাছিরের রিরুদ্ধে মামলা হয়েছে। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধ১০ বছরে এবার সর্বনিম্ন পাশের হার কম পাশ গণিতে
পরবর্তী নিবন্ধগৃহশিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগ, আটক ১