কর্ণফুলীতে ‘কাজী’র হুমকি, ছোট ভাইয়ের স্ত্রীর থানায় জিডি

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে কথিত কাজী কামরুল ইসলাম (৪৫)-এর বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার আপন ছোট ভাইয়ের স্ত্রী খুরসিদ আক্তার (৩৩)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী থানায় এ জিডি করা হয়, যার নম্বর ৯৭২। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

কামরুল ইসলাম কর্ণফুলী উপজেলার জুলধা ৫ নম্বর ওয়ার্ডের কালা মিয়া সওদাগরের বাড়ির হাজী নূর আলমের ছেলে। স্থানীয়ভাবে তিনি চরপাথরঘাটা ইউনিয়নের ভুয়া কাজী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, বুধবার সকাল ১১টার দিকে পারিবারিক কলহের জেরে কামরুল ইসলাম তার ছোট ভাইয়ের স্ত্রী খুরসিদ আক্তারকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। এতে খুরসিদ আক্তার ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন।

এ ব্যাপারে কামরুল ইসলাম বলেন, জিডি করার মত কোনো সমস্যা হয়নি। এসব বানোয়াট। প্রয়োজনে আপনি তদন্ত অফিসারের সাথে কথা বলতে পারেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ভাসুরের বিরুদ্ধে হুমকির অভিযোগে ছোট ভাইয়ের স্ত্রী একটি জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড পাহাড়ে ভয়াবহ আগুন