কর্ণফুলীর চরপাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার সওদাগরকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার চরপাথরঘাটা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার সওদাগর চরপাথরঘাটা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম। পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।












