চট্টগ্রামের কর্ণফুলীতে‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারী) এবং রবিবার (২৩ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃতরা হলেন – মাওলানা মুহাম্মদ ইউনুছ অহিদি (৬৫)। সে শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ড ফোরকান মাষ্টারের বাড়ির মৃত আলী আহমেদের ছেলে। তিনি উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি ছিলেন। গ্রেফতার অন্যজন হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক আহম্মদ নূর (৪৯)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন,অপারেশন ডেভিল হান্টে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।