কর্ণফুলীতে আবদুল মজিদ সিকদার (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার বড়উঠান ইউপি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বড়উঠান ইউনিয়ন ৫নং ওয়ার্ড শিকদার বাড়ি এলাকার আবদুল হাইয়ের পুত্র এবং একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ওসি (তদন্ত) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, আবদুল মজিদ শিকদার নামে একজনকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।