কর্ণফুলীতে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও তিনটি কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্যারটেক কালারপুল রাস্তার শাহআমানত গ্যাস পেট্রোল পাম্পে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন– কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান।
গ্রেপ্তাররা হলেন–পটিয়ার বাণীগ্রামের মো. শফিকের ছেলে মো. নেজাম (২৭), একই এলাকার সামছুল আলমের ছেলে মো. মুনছুর (৪২) ও আবু সৈয়দের ছেলে জিসান আলম (১৮)।
কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, ডিবি পুলিশের অভিযানে এলজি ও কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তারা থানায় মামলা দায়ের করেন। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা অনেকদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিল।