কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকার একটি বসতবাড়ি থেকে দেশীয় তৈরি এলজিসহ মো. রবিউল আলী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরপাথরঘাটা ইছানগর এলাকার গ্রেপ্তার রবিউল আলীর বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল আলী চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামের রমজান আলীর বাড়ির মৃত হাসমত আলীর ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ১টি খেলনার পিস্তল, ২টি ছোরা,১টি ধামা, ১টি দা, ৭টি মোবাইল, ১টি পাওয়ার ব্যাংক এবং ১টি ইলেক্টিক শক উদ্ধার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়।












