কর্ণফুলীতে একদিনের ব্যবধানে আবারো সিএনজিচালিত টেক্সিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা পৌনে ২টার দিকে মইজ্জ্যারটেক এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে টেক্সিটিতে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে মইজ্জ্যারটেক এলাকার কর্ণফুলী ফিলিং স্টেশনে হঠাৎ টেক্সিতে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিস গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটি পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা ফায়ার ফাইটার মো. ইমন বলেন, খবর পেয়ে ২০ মিনিটের মাথায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে–গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে।
এর আগে গত শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চরলক্ষ্যা বোর্ড বাজার এলাকার স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের সামনে চলন্ত টেক্সিটিতে আগুন লাগার ঘটনা ঘটে।












