কর্ণফুলীতে একজন গ্রেপ্তার

নাশকতা মামলা

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ডেভিল হান্ট অভিযানে মো. ফারুক (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বড়উঠান ফকিরনীর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহম্মেদের ছেলে এবং বড়উঠান ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাবেক উদ্যোক্তা ছিলেন। পুলিশ জানিয়েছে, ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. নুরুল ইসলাম। তিনি বলেন, তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগর জামায়াতের আমিরের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের মতবিনিময়
পরবর্তী নিবন্ধআইআইইউসি’র ষষ্ঠ সমাবর্তনউপলক্ষে প্রস্তুতি সভা