কর্ণফুলীতে উপজেলা প্রতিষ্ঠার পর প্রথম আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পদ-পদবী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা নেই

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা প্রতিষ্ঠার পর প্রথম উৎসবমুখর পরিবেশে আজ শুক্রবার বিকেলে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৭ সালে স্বতন্ত্র উপজেলা প্রতিষ্ঠালাভ করার পর উপজেলা আ.লীগের ব্যানারে এটাই আ.লীগের প্রথম সম্মেলন। এ উপলক্ষে উপজেলার সম্মেলনস্থল বড়উঠান ইউনিয়নের ফকিনীর হাট এলাকার সড়কের কয়েক কিলোমিটার এলাকা সেজেছে বর্ণিল সাজে। রঙ-বেরঙের পতাকা ও ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অসংখ্য তোরণ নির্মাণ করেছেন। সম্মেলনকে ঘিরে উপজেলার সর্বত্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা আ.লীগের ব্যানারে সম্মেলনস্থলে এক সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগের সভাপতি ফারুক চৌধুরী বলেন, এ সম্মেলনটি কর্ণফুলী উপজেলা আ.লীগের প্রথম সম্মেলন। এ সম্মেলনে সভাপতি-সম্পাদকসহ কোন পদেই প্রতিদ্বন্দ্বী থাকছে না।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিলুপ্তপ্রায় প্রাণী গুইসাপ উদ্ধার
পরবর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়ায় শীতবস্ত্র বিতরণ