কর্ণফুলীতে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবা নিয়ে এক রোহিঙ্গা নাগরিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন – কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে নুর মোহাম্মদব(২৪) এবং পাবনা জেলার চাটমোহর পৌরসভা এলাকার মনির হোসেনের ছেলে মোঃ রাকিবুল হাসান অন্তর (১৯)। এসময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফজলে করিমকে তোলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
পরবর্তী নিবন্ধবান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবা’সহ ২ জনের যাবজ্জীবন