কর্ণফুলীতে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে অভিযান চালিয়ে মো. বাবুল (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাতে খোয়াজনগর এছহাক সওদাগরের দোকানের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল চরপাথরঘাটা ৪নং ওয়ার্ড খোয়াজনগর এলাকার আব্দুল হাকিমের ছেলে। গতকাল শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ। তিনি বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে সড়কে উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ
পরবর্তী নিবন্ধখানাখন্দে ভরা রাস্তা,চলাচলে দুর্ভোগ