কর্ণফুলীতে ইউনিয়ন যুবলীগ সম্পাদক জাবেদ গ্রেফতার

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে কর্ণফুলীর যুবলীগ জাবেদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালী থানার লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাবেদ উদ্দিন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ড মনির আহমেদ চেয়ারম্যানের বাড়ির মৃত শওকত আলী চৌধুরীর ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযান চালিয়ে যুবলীগ নেতা জাবেদ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

সে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালানোর অভিযোগে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ারও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅভিনেত্রী শাওন গ্রেপ্তার