কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ সেবা সপ্তাহের উদ্বোধন

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ সেবা সপ্তাহ-২০২৪। সোমবার (৯ ডিসেম্বর) শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এইদিন সকালে উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদে সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বড়উঠান ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বরত রয়া ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোমা চৌধুরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাবুদ্দীন, গণমাধ্যমকর্মী, বড়উঠান ইউনিয়ন পরিষদের কর্মকর্তা,কর্মচারি এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৩১ বছর পালিয়ে থাকা আসামি গ্রেফতার