কর্ণফুলীতে আ.লীগ নেতা সেলিম গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৩:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম (৩৬)। সে শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড, মনু সর্দ্দারের বাড়ির মোহাম্মদ সৈয়দের ছেলে। তিনি শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদল গড়তে সরকার ছাড়লেন উপদেষ্টা নাহিদ
পরবর্তী নিবন্ধসাজেকে পর্যটকদের যেতে বাধা নেই