কর্ণফুলীতে চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদকে (রাজা কামাল) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের একটি টিম তাঁকে গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, তার গ্রেফতারের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।
গ্রেফতার কামাল আহমেদ চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের সৈয়দ আহমেদের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগ ও আ.লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
জানা যায়, রবিবার সন্ধ্যায় গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
স্থানীয়রা বলেন, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আ.লীগ নেতা কামাল আহমেদ। রবিবার সন্ধ্যায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের একটি বহুতল ভবনের নিচে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাক গ্রেফতার করা হয়।