কর্ণফুলীতে মো. আব্দুর শুক্কুর (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বড়উঠান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর উপজেলার বড়উঠানের দৌলতপুর গ্রামের মৃত আব্দুর হকের পুত্র।
তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠক বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ। তিনি বলেন, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ থাকায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।