চট্টগ্রামের কর্ণফুলীতে মো: ফারুক নামে এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তার মোঃ ফারুক (৩৮) চরলক্ষ্যা ৩ নম্বর ওয়ার্ড জাফর মেম্বারের বাড়ির মৃত আলী হোসেনের ছেলে। সে একই ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে নগরীর চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়। সেখানেই তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।