চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ও রাতে উপজেলার বিভিন্ন স্থান ও নগরীর জুবিলী রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ ও কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন – শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ড রাজার বাপের বাড়ি মৃত মোহাম্মদ হাশেমের ছেলে মোঃ নুরুল ইসলাম (৫৬), চরলক্ষ্যা ৮ নম্বর ওয়ার্ড মোহাম্মদ আলী মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ নুরুল আলম (৫৫) এবং চরপাথরঘাটা (৫নম্বর ওয়ার্ড) খোয়াজনগর গ্রামের কবির মেম্বার বাড়ির মৃত আয়ুব আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪৯)।
জানা গেছে, নুরুল ইসলাম শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নুরুল আলম চরলক্ষ্যা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মিজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানকে নগরীর জুবলী রোড এলাকা থেকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি তদন্ত আফতাব উদ্দিন। তিনি বলেন ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে মিজান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।