কর্ণফুলীতে আশার আলো একতা সংঘের মাহফিল

| শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৫:০২ পূর্বাহ্ণ

সামাজিক ও সেবামূলক সংগঠন আশার আলো একতা সংঘের উদ্যোগে ৫ম আজিমুশশান নুরানী মাহফিল সম্প্রতি সেইন্নার বাড়ি শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় চরলক্ষ্যা ইউপির চেয়ারম্যান সোলাইমান তালুকদার।

প্রধান আলোচক ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, মাওলানা বেলাল কাদেরী, মাওলানা সাদ্দাম রেযা চিশতী। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক সিকান্দর হোসেন রানা, ইউপি সদস্য আবদুর রহমান, মাহমুদুর হক সুমন, ব্যবসায়ী ইসমাইল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে বক্তারা বলেন, মহামারী দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগসহ সকল মছিবতে আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনের ঈমানের অংশ। হায়াত মওত ও রিযিক বণ্টন আল্লাহর হুকুমেই হয়। এজন্য মুমিন কখনোই হতাশ হয় না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আল মালেকিয়া হেফজখানা ও এতিমখানায় মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধ‘আদর্শ সমাজ প্রতিষ্ঠায় কুরআন সুন্নাহর অনুশাসনের বিকল্প নেই’