কর্ণফুলীতে আরেক ইউপি সদস্য গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:৫৬ অপরাহ্ণ

কর্ণফুলীর বড়উঠানে সাজ্জাদ খান প্রকাশ সুমন মেম্বার (৪২) নামে আরেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার বড়উঠান রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রফিকুল ইসলাম।

গ্রেপ্তার সাজ্জাদ খান সুমন বড়উঠান ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং মৌলানা মহিবুল্লাহ খান বাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে গ্রেপ্তার করেছে সেটার সু-নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবে নগরীর চান্দগাঁও তাকে হস্তান্তর করা হয় বলে জানা যায়।

উল্লেখ, ২০২৪ সালের ৫ আগষ্টের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গ্রেপ্তার হলেও এ পর্যন্ত তিনজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করতে দেখা যায়।

গত ২৭ জুলাই বড়উঠান ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য বাহাদুর খানকে গত ৩ আগষ্ট শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস বাবুলকে সর্বশেষ ৯ আগষ্ট বড়উঠান ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমনকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পৌরসদর এলাকায় গাড়ি চাপায় পথচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধট্রাভেল ব্যাগে খণ্ডিত মরদেহ : চট্টগ্রামে প্রধান আসামি গ্রেফতার