চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ ছৈয়দ প্রকাশ লুতু মিয়া (৫৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় উপজেলার বড়উঠান ইউনিয়ন এর দৌলতপুর (১ নম্বর ওয়ার্ড) সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয় টিনিশ্চিত করেছেন বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম। তিনি জানান, নিহত মোহাম্মদ ছৈয়দ একই এলাকার আবুল খায়েরের ছেলে।
স্থানীয় লোকজন জানান, দেয়াঙ পাহাড়ে হাতি বিচরণ করছে তা জেনে সন্ধ্যার আগেই সংসারের কাজকর্ম সেরে ঘরে ঢুকে পড়েন এলাকার বাসিন্দারা। কারণ প্রায় সময় দুর্ঘটনা হচ্ছে।
রাত সাড়ে দশটার দিকে নিহত বৃদ্ধ পাশের একটি বাড়িতে কাজে যাবার জন্য বের হলে হঠাৎ বন্যহাতি তাঁর সামনে পড়ে। ভয়ে ছুটতে থাকলেও উন্মত্ত হাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী বলেন, ‘হাতির আক্রমণে আজকে রাতেও মো. ছৈয়দ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বারবার মানুষ মারা যাচ্ছে। অথচ প্রশাসনসহ বন বিভাগকে জানালেও কোন কাজ দিচ্ছে না। তাঁরা নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে ঘুমিয়ে পড়েন।’
কর্ণফুলীর থানার ওসি তদন্ত মেহেদী হাসান বলেন, ‘ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’