কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। কর্ণফুলী উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উন্মুক্ত সাঁতারে ১ম হয়েছেন মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের হাতরং ত্রিপুরা, ২য় কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আসিফুল ইসলাম এবং ৩য় শিকলবাহা অহিদিয়া ফাজিল মাদ্রাসার আব্দুল খালেক। বুক সাঁতারে ১ম হয়েছে মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের বিধান ত্রিপুরা, ২য় জুলধা শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের সাকিবুল ইসলাম, ৩য় আব্দুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মোঃ তারেক। চিৎ সাঁতারে ১ম হয়েছে জুলধা শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের মোঃ কাইউম উদ্দিন, ২য় চরলক্ষ্যা সিরাজুল মুনির দাখিল মাদ্রাসার মোঃ জ্বিহান, ৩য় আজিম হাকিম স্কুল এন্ড কলেজের বেলায়েত হোসেন। প্রতিযোগিতায় কর্ণফুলী উপজেলার এমপিওভুক্ত ১১টি স্কুলের ৩৩ জন ছাত্র তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। গতকাল প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কর্ণফুলী যুব উন্নয়ন অফিসার এনামুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার মোঃ নজরুল ইসলাম এবং সাবেক জাতীয় সাঁতারু মাহবুবুর রহমান সাগর। উপজেলা ক্রীড়া সংস্থা অফিস কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুর মুহাম্মদ মেম্বার, শাহজাহান আহমদ, মোঃ ইফতেখার ইরফাত, আইয়ুব খান, রাফাত মাহমুদ, সাখাওয়াত পারভেজ সহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক বৃন্দ। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃ ক্লাব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে উপজেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব/সংস্থাগুলোর এন্ট্রি আহ্বান করা হয়েছে।