কর্ণফুলীতে আজিম-হাকিম স্কুলে তারুণ্যের উৎসব

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

তারুণ্যের অদম্য শক্তি এবং দেশ গড়ার মানসিকতার সঠিক ব্যবহার মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার লক্ষ্য নিয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে কর্ণফুলীতে আজিমহাকিম স্কুলে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ও শিক্ষার্থী সমাবেশ এবং আনন্দ শোভাযাত্রা। গতকাল সোমবার কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়ার আজিমহাকিম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আবারও স্কুলে এসে শেষ হয় আনন্দ শোভাযাত্রাটি।এর আগে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় শিক্ষার্থী সমাবেশ।

স্কুল পরিচালনা কমিটির সদস্য এম এ সালামের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মনজুর আলমের সঞ্চালনায় শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী। প্রধান অতিথি বলেন, তরুণ প্রজন্মই আগামীর ভবিষ্যৎ। এরাই দেশের সম্পদ। এদের মেধা ও তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক জুবায়ের আহমেদ, স্কুলের সাবেক শিক্ষার্থী পরিষদের প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকশিক্ষিকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে সারা দেশে কর্মবিরতির হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধফটিকছড়ি ও হাটহাজারীর বৌদ্ধ সমপ্রদায়ের মতবিনিময় সভা