কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মিভূত হয়েছে। গত বুধবার রাত আড়াইটার সময় উপজেলার জুলধা ইউনিয়নের জামতলা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা ও মালামালসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় মো. শরীফের মনু বেকারী, মো. ছাবেরের খাজা মিষ্টির দোকান, ইউছুফ সওদাগরের লোকমান ডেকোরেটার্স, আবদুর রহমান সওদাগরের শুটকির দোকান, মো. হারুনের করাত কল ও মো. মালেকের সমুদ্রে মাছ ধরার জাল ও কাঠের গোডাউন পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ মো. শরীফের ভাই জাহেদুল ইসলাম দুলাল জানান, ষড়যন্ত্রমূলকভাবে কেউ দোকানে অগ্নিসংযোগ করেছে। রাত আড়াইটায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগের ভয়ে কেউ আগুন নিভাতে কাছে আসেনি। রাত সাড়ে ৩টায় চাক্তাই থেকে ফায়ার সার্ভিস গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় থানার এসআই আল মাহমুদ বাদী হয়ে একটি ডায়রী করেছেন। এখনো পর্যন্ত কেউ কোন ধরণের অভিযোগ দেয়নি। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিসের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।












