চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্ণফুলীতে শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ২ সহোদরের ২ দোকান। পৃথক ঘটনায় আনোয়ারায় আগুনে পুড়েছে ৬ বসতঘর।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুই সহোদরের ২ দোকান পুড়ে ছাই হয়েছে। মো. সাইফুল ইসলাম ও মো. শাহাজাহান নামে এ দুই সহোদরের দোকান গত রোববার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে যায়। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের শাহ ছমিউদ্দিন ফারুকীর মাজারের কাছে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, মো. সাইফুল ইসলাম ও মো. শাহাজাহান পাশাপাশি হার্ডওয়্যার ও একটি কুলিং কর্নারের দোকান চালাতেন। রাতে দোকানে আগুন লেগে মুহূর্তেই দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার দোকানের কোন মালামালও সরানো সম্ভব হয়নি। আগুন দেখে স্থানীয় লোকজন জরুরি পরিষেবা ৯৯৯–এ কল দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় আশপাশের স্থাপনাগুলো।
ক্ষতিগ্রস্ত মো. সাইফুল ইসলাম জানান, আমরা দোকানে ছিলাম। হঠাৎ পেছন থেকে ধোঁয়া বের হলে আমরা এগিয়ে গিয়ে দেখি দোকানে আগুন লেগেছে। কিছু বুঝে ওঠার আগেই দুই ভাইয়ের দোকান পুড়ে শেষ হয়ে যায়। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ইমরান হোসেন বলেন, দোকানে প্লাস্টিক সামগ্রী থাকায় তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া রাস্তা সরু হওয়ার কারণে আমাদের বড় গাড়িটি ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে দশ মিনিটি সময় ক্ষেপন হয়। পরে আমরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। গত রোববার রাতে পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের নুরু মিস্ত্রির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন– সাহেব মিয়া, মহিউদ্দিন, মো. দিদার, মো. দেলোয়ার, মো. জসিম, নুর মুহাম্মদ। উপজেলা ফায়ার সার্ভিসের সাব–অফিসার মংসুইনু মারমা বলেন, আগুন লাগার খবর পেয়ে রোববার মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে আমরা মনে করছি সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।