চট্টগ্রামের কর্ণফুলীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। এতে রোগীর আত্মীয়-স্বজনসহ সাতজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক পিডিবি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের পেকুয়া থেকে রোগী নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে সামনের সিটে থাকা এক যুবকের হাতে মারাত্মক চোট লাগে। খবর পেয়ে পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে নগরীর পার্কভিউ হাসপাতালে পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এক সূত্র জানিয়েছে, শীতের কুয়াশা ও রাস্তার পিচ্ছিল অবস্থার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে, যদিও এ তথ্যের সত্যতা নিশ্চিত হয়নি।