কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরীর কর্ণফুলী থানাধীন সিইউএফএল বন্দর শপিং সেন্টার এলাকায় অভিযান চালিয়ে দেশিয় তৈরি একটি দুনলা বন্দুকসহ লোকমান হোসেন (৪৫) নামের অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম। গতকাল বৃহস্পতিবার তাকে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার লোকমান আনোয়ারা থানাধীন বরুমছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে।
কর্ণফুলী থানার ওসি দুলাল হোসেন বলেন, ডিবি পুলিশ এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। লোকমান হোসেন নামের ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশিয় দুনলা বন্দুক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার খানকায়ে কাদেরীয়ায় তৈয়ব শাহের (রা.) ওরশ
পরবর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধের দাবি