কর্ণফুলীতে অভিযান, ১০ মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড

পটিয়া প্রতিনিধি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় মহাসড়ক ও সড়কের নিরাপত্তা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মহাসড়কের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১০টি বিভিন্ন মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। এ সময় তাকে সহায়তা করেন কর্ণফুলী সিএমপির পুলিশ ও আনসার সদস্যরা।

জানা যায়, অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণে এ মোবাইল কোর্ট পরিচলানা করা হয়। এ সময় রুটপারমিট বিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইনে তাদের ১০টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত বলেন, মহাসড়ক ও সড়কের নিরাপত্তায় সারা দেশে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কর্ণফুলীতেও এ অভিযান চালানো হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির ৫৪ কোটি ৯০ লাখ টাকার বাজেট অনুমোদন
পরবর্তী নিবন্ধচুয়েটে ‘ধানের তুষ থেকে সিমেন্টের বিকল্প’ শীর্ষক সেমিনার