কর্ণফুলি নতুন ব্রীজ গোলচত্বরে যানজট নিরসন চাই

| বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলী নতুন ব্রিজ, এই ব্রিজ দিয়ে দক্ষিণ চট্টগ্রামসহ কক্সবাজার, টেকনাফ জেলার শত শত যাত্রী প্রতিদিন চট্টগ্রাম সহ দূরদূরান্তের গন্তব্যে আসা যাওয়া করে, স্বাভাবিকভাবেই ব্রিজের মুখে গোলচত্বরে যানবাহনের চাপ পড়ে, পাশাপাশি অনিয়ন্ত্রীত ট্রাফিক ব্যবস্থার কারণে সারাদিন যানজট লেগেই থাকে, যানজটের কারণে বিড়ম্বনায় পড়তে হয় অফিসগামী মানুষের, মূলত পটিয়া সাতকানিয়া রোডের ফিটনেসবিহীন লক্কর যক্কর টাইপের অসংখ্য লোকাল বাসের কারণে প্রতিদিন তীব্র যানজটের শিকার হচ্ছে সাধারণ যাত্রী, দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশ থাকলেও তাদের দেখা যায় নির্লিপ্ত ভূমিকায়, নতুন ব্রিজের মুখে যানজট নিরসনকল্পে এই রোড থেকে লোকাল ফিটনেস বিহীন বাসগুলো ডাম্পিং করা হোক, পাশাপাশি ট্রাফিক পুলিশকে আরো দায়িত্বশীল করে ব্রিজের গোলচত্বর এলাকায় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থ্য নেওয়ার জোর দাবী জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

আলমগীর হোসাইন

সিটি গেইট,

কর্নেলহাট, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধঝুঁকিপূর্ণ ৩৫০ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসনের প্রশংসনীয় কাজ
পরবর্তী নিবন্ধএডিস মশা মারতে