কর্ণফুলি আবদুল জলিল চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন গত ১৯ মে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ও রোভার গ্রুপ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম।
গ্রুপ সম্পাদক অধ্যাপক নাজনীন সুলতানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ সমীর রন্জন নাথ, জেলা রোভারের সহযোজিত সদস্য স্কাউটার এস এম হাবিব উল্লাহ পিআরএস, অধ্যাপক মো. শফিকুর রশিদ, অধ্যাপক এইচ এম আবু উবাইদা, অধ্যাপক ইন্দ্রজিত কর, অধ্যাপক আবদুল কাইয়ুম, অধ্যাপক মনোয়ারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন রোভার স্কাউট লিডার মো. হাবিবুর রহমান, সিনিয়র রোভার মেট মো. সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন স্কাউটিং বিশ্বব্যাপি একটি শিক্ষামূলক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক যুব আন্দোলন। যা শিশু, কিশোর ও যুব বয়সী ছেলে মেয়েদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাগরিক, নেতৃত্ববান ও নৈতিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবাগত রোভার সহচরদের স্কাউট আন্দোলনের প্রেক্ষাপট স্কাউটিংয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সম্যখ ধারণা প্রদান করা হয়। ওরিয়েন্টেশনে ৮০ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।