কর্ণফুলি জলের ঢুলি জলের খেলাঘর
এক হাতে তার মোহন বাঁশি অন্য হাতে শর।
জলের ভেতর ফুলের ছোঁয়া কর্ণফুলির মন
বৈরী তালে হয় কখনো বিষম উচাটন।
এই বুঝি সে কান্না জুড়ে আচমকা ভেউ ভেউ
ফেনিয়ে ওঠে সফেদ ফেনা আছড়ে পড়ে ঢেউ
টালমাটালে দুকূল ছেপে জাগে জলের ঝড়
কাঁপতে থাকে ঝাড়ের বাড়ি অটবী থরথর।
প্রিয় পাহাড় দেখায় বাহার লুসাই পাহাড় নাম
সে পাহাড়ের ঈশান কোণে কর্ণফুলির ধাম
চলতে পথে উথলে ওঠে পাতার বাঁশির সুর
সুরের জাদু হাতছানি দেয় তুখোড় সমুদ্দুর।
সমুদ্র তার সখের বাড়ি সুখের ঠিকানা
তাই শুধু সে ছুটতে জানে থামতে জানে না।