গাউসিয়া কমিটির সেবা কর্মসূচিতে যুক্ত হল আরেকটি অ্যাম্বুল্যান্স। গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত (ইউ.এ.ই) কেন্দ্রীয় শাখার পক্ষ হতে এ এম্বুল্যান্স আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন সাহেবের কাছে হস্তান্তর করেন (ইউ.এ.ই) কেন্দ্রীয় গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শফিক। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে আয়োজিত অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, জামেয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আলকাদেরী, (ইউ.এ.ই) কেন্দ্রীয় গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শফিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম-মহাসচিব ও করোনা রোগী সেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচি’র প্রধান সমন্বয়ক আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। এছাড়াও বক্তব্য রাখেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফজলুল কবির, মোছাফফা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি