করোনা সচেতনতা বাড়াতে চেম্বারের মাস্ক বিতরণ

| শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে ‘নো মাস্ক, নো সার্ভিস’ সচেতনতা তৈরির লক্ষ্যে মাস্ক বিতরণ করেছে চট্টগ্রাম চেম্বার। গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে চেম্বার সভাপতি মাহবুবুল আলম পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ও সৈয়দ মোহাম্মদ তানভীর, চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও কর্মকর্তাদের নিয়ে মাস্ক বিতরণ করেন। চেম্বারের পরিচালক ও ক্লিফটন গ্রুপের পরিচালক মো. এম. মহিউদ্দিন চৌধুরী চেম্বারকে বিতরণের জন্য এ সব মাস্ক উপহার দেন। চেম্বারের পক্ষ থেকে নগরের বিভিন্ন মার্কেট ও শপিং মলে নিজ নিজ অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিতরণের জন্য ইতিমধ্যে মাস্ক পাঠানো হয়েছে। আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বিভিন্ন বিপণিকেন্দ্র ও শপিং মলে যে পরিমাণ ক্রেতা সমাগম ঘটছে তাতে চেম্বারের সচেতনতা কার্যক্রমের মাধ্যমে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাই উৎসাহিত হবে বলে চেম্বার সভাপতি মাহবুবুল আলম আশা প্রকাশ করেন। এ ছাড়া তিনি করোনা সংক্রমণ রোধে ব্যবসায়ী সমাজকে সরকারি নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্‌বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা প্রতিরোধে দৃষ্টির মাইকিং
পরবর্তী নিবন্ধ৪৩ মামলায় ১২ হাজার টাকা জরিমানা