করোনা সচেতনতায় সিএমপি কমিশনারের প্রচারণা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল বুধবার খুলশী কনকর্ড টাওয়ারে প্রচারণা কর্মসূচির উদ্বোধনকালে সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই। আমরা সচেতন, তবে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহারের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি।
সিএমপি কমিশনার বলেন, সকল শ্রেণির মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। করোনা প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে। এ সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। উল্লেখ্য, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্রাম মহানগর যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমদ খান, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) নাদিরা নূর, সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুদকারসহ খুলশি কনকর্ড টাউন সেন্টার দোকান মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইলিশ উৎপাদন বাড়াতে কর্মপন্থা নির্ধারণে মৎস্য বিভাগের সভা
পরবর্তী নিবন্ধপ্রযুক্তির সহায়তায় যানজট নিরসন করা প্রয়োজন