করোনা সচেতনতায় সংশপ্তকের মাইকিং

| শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

গত ১১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল করোনা সচেতনতার লক্ষ্যে সংশপ্তক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২, ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ডেসহ বিভিন্ন এলাকায় মাইকিং কার্যক্রম সম্পন্ন করে। সাপোর্টিং এনগেইজম্যান্ট অব দি সিভিল সোসাইটি ফর কোভিড-১৯ রেসপনস একটিভিটিজের আওতায় এভাবের সহযোগিতায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে। তাছাড়া উক্ত তিন ওয়ার্ডের তিনটি মসজিদে (২২ নম্বর ওয়ার্ডের মোসাফির খানা জামে মসজিদ, ৩০ নম্বর ওয়ার্ডের রেলওয়ে জামে মসজিদ এবং ৩১ নম্বর ওয়ার্ডের মকবুল আলী সও. জামে মসজিদ) গত ১৬ এপ্রিল ইমামদের মাধ্যমে জুম্মায় আগত মোসল্লিদের করোনা সচেতনতার লক্ষ্যে এই প্রচারণা কার্যক্রম চালানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোভিড-১৯ : উন্নয়নকাজে অগ্রগতি ৬ বছরে সর্বনিম্ন
পরবর্তী নিবন্ধবিদেশগামীদের জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবহন সেবা