করোনা সচেতনতায় রেড ক্রিসেন্টের বিশেষ ক্যাম্পিং

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১১:৫৫ পূর্বাহ্ণ

নগরীর নিউ মার্কেট, বাদামতল, জিইসি এলাকায় করোনা সচেতনতার লক্ষ্যে সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের তত্ত্ববধায়নে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বিশেষ ক্যাম্পিং পরিচালনা করা হয়। ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন চসিক মেয়র ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান এম. রেজাউল করিম চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্‌তার, চসিক মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের রক্ত বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান মাহমুদুন নবী রানা, স্বাস্থ্য বিভাগীয় উপ-প্রধান সুজিত রুদ্র, দপ্তর বিভাগীয় উপ-প্রধান আবদুর রহমান অপি, দীপ্ত ভট্টাচার্য্য, প্রচার ও প্রকাশনা বিভাগীয় উপ-প্রধান অভিষেক চৌধুরী, খেলাধুলা ও বন্ধুত্ব বিভাগীয় উপ-প্রধান আদিল আনসারি সহ যুব স্বেচ্ছাসেবকরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার পরিচালনা করার আহ্বান
পরবর্তী নিবন্ধকুমিরা ইউপি চেয়ারম্যানের মাস্ক বিতরণ