করোনা সচেতনতায় মাঠে রোভার স্কাউটস

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৭:৪১ পূর্বাহ্ণ

করোনা মহামারীর ঊর্ধ্বগতির ফলে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে রয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। জেলা প্রশাসনকে সহযোগিতা করতে বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা রোভার করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রশাসনের সাথে কাজ করছে।
গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্নস্থানে রোভার সদস্যরা বাইরে বের হওয়া জনসাধারণকে বিভিন্ন বার্তা প্রদানের পাশাপাশি মাস্ক বিতরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক দুলাল হোসেন, যুগ্ম সম্পাদক কিউট চাকমা, রোভার স্কাউট লিডার প্রতিনিধি রফিকুল ইসলাম, জেলা রোভার ও গার্ল ইন রোভারের সদস্যরা।
খাগড়াছড়ি জেলা রোভারের সম্পদক দুলাল হোসেন জানান, বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভার সবসময় সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
তারই ধারাবাহিকতায় করোনাভাইরাসের ঊর্ধ্বগতির ফলে জনসাধারণকে আরও বেশি সচেতন করতে প্রশাসনের সাথে আমরা মাঠে নেমেছি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ঘাসফুলের গাছের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধকরোনা সংক্রমণে জীবন জীবিকার জন্য করণীয়