করোনা সংক্রমণ ঠেকাতে রাঙামাটিতে অভিযান

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটিতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নতুন ১৮ দফা প্রজ্ঞাপন বাস্তবায়নে সাধারণ মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন বাজারে মাইকিং ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এতে মানুষদের স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হওয়ার আহবান জানানো হয়। এসময় তিনি ১২ জনকে মোট ১৪ হাজার ৩ শ’ টাকা জরিমানা করেন। মোবাইল টিমটি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, বনরূপা,তবলছড়ি ভেদভেদী ও আসামবস্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তাঁরা বিভিন্ন বাজারে গিয়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ দেন। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনে ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরার অনুরোধ জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডের ডি এল কান্ডে ক্ষুদ্ধ ডমিঙ্গো
পরবর্তী নিবন্ধ‘ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি করা যাবে না’